রাধামোহন সিংহ স্মৃতি ব্যাডমিন্টনে এন্ট্রি আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।।ঐতিহ্যবাহী রাধামোহন সিংহ মেমোরিয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত কয়েক বছরের মতো এবারও ধলেশ্বরস্থিত রাধামাধব সরণির রাধামোহন কমপ্লেক্সে ৯ জানুয়ারি থেকে রাধামোহন সিংহ স্মৃতি প্রাইজ মানি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু হবে। পুরুষদের ডাবলস এবং সিঙ্গলস দুই বিভাগেই প্রতিযোগিতা হবে। সপ্তম বারের মতো আয়োজিত এবারের প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতিও চলছে জোর কদমে। অংশগ্রহণেচ্ছু শাটলারদের আগামী ৭ জানুয়ারির মধ্যে উদ্যোক্তাদের সঙ্গে ৮৪১৫৯০০৯৯৯ অথবা ৯০৮৯৯৮১০৯২ নম্বরে যোগাযোগ করে নাম জমা দিতে আহ্বান জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *