নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের জোকা-তারাতলা সম্প্রসারণ লাইন উদ্বোধন করবেন। এই লাইনে ছয়টি স্টেশন রয়েছে – জোকা, ঠাকুরপুকুর, সখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। এর নির্মাণ ব্যয় ২৪৭৫ কোটি টাকারও বেশি। এছাড়া তিনি কলকাতায় ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার বৈঠকে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী হাওড়া রেলওয়ে স্টেশন থেকে পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের পাশাপাশি রাজ্যে কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এদিন প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) বৃহস্পতিবার জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী ৩০ ডিসেম্বর পশ্চিমবঙ্গ সফর করবেন। প্রধানমন্ত্রী প্রায় সকাল ১১.১৫ টায় হাওড়া রেলওয়ে স্টেশনে পৌঁছাবেন এবং তিনি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি সংযোগকারী বন্দে ভারত এক্সপ্রেসকে ফ্ল্যাগ অফ করবেন। এরপর তিনি কলকাতায় মেট্রোর জোকা-তারাতলা সম্প্রসারণ লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী দুপুর ১২টায় আইএনএস নেতাজি সুভাষ পৌঁছাবেন এবং নেতাজি সুভাষের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। তিনি ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি – ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন-এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার অধীনে পশ্চিমবঙ্গের জন্য বেশ কয়েকটি নর্দমা পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং উদ্বোধন করবেন। দুপুর ১২.২৫ মিনিটে তিনি জাতীয় গঙ্গা কাউন্সিলের দ্বিতীয় বৈঠকে সভাপতিত্ব করবেন।

