অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগী চয়ন নিয়েে উত্তপ্ত সোনাইয়ের নগদিরগ্রাম পঞ্চায়েত সভা

কাবুগঞ্জ (অসম), ২৭ ডিসেম্বর (হি.স.) : অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগী বাছাইকে কেন্দ্র করে কাছাড় জেলার অন্তর্গত সোনাই বিধানসভা এলাকাধীন নগদিরগ্রাম গ্রাম পঞ্চায়েতের গ্রামসভা উত্তপ্ত হয়ে ওঠে। যার দরুন মাঝপথে বাতিল করে সভাস্থল ত্যাগ করেন সচিব বিভূতি গোস্বামী।

জানা গেছে, আজ মঙ্গলবার নির্ধারিত সময়ে কাবুগঞ্জ বাজার শেডে সোনাইয়ের নরসিংহপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত নগদিরগ্রাম গ্রাম পঞ্চায়েতের গ্রামসভা শুরু হয়। কিন্তু কোনও ধরনের পরিকল্পনা না নিয়ে গ্রামসভা আহ্বান করা এবং অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগী চয়নে স্বজনপোষণের অভিযোগে উত্তেজনা দেখা দেয়।

সভায় উপস্থিত একাংশের অভিযোগ, গ্রামসভা নিয়ে কোনও ধরনের পরিকল্পনা তৈরি করা হয়নি। শুধুমাত্র মাইকযোগে একবার প্রচার করে জানানো হয়েছে। সকাল থেকে কাবুগঞ্জ বাজার শেডে জমায়েত হন প্রায় পাঁচ শতাধিক জনতা। এতে ছিল না কোনও মাইকের ব্যবস্থা ও বসার সুবন্দোবস্ত। তাছাড়া কীভাবে সুবিধাভোগী চয়ন করা হবে তা-ও স্পষ্টভাবে জানানো হয়নি।
অনেক গ্রূপ সদস্যের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি বীরলাল সিংহ এবং সচিব বিভূতি গোস্বামীর গ্রামসভার আয়োজন করার কোনও ইচ্ছা ছিল না। যার জন্য অগ্রিম জানানো হয়নি তাঁদের। স্বজনপোষণ নীতির অভিযোগ তুলেন তাঁরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *