বৃষ্টি ও মন্দালোকে রঞ্জি ম্যাচ বিঘ্নিত বড় স্কোরের লক্ষ্যে এগুচ্ছে পাঞ্জাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর।। মন্দ আবহাওয়া, বৃষ্টি, আলোর স্বল্পতা – সবমিলে যথেষ্ট বিঘ্ন ঘটেছে রঞ্জি খেলায়। ত্রিপুরা বনাম পাঞ্জাবের চার দিবসীয় ম্যাচ। আগরতলার এমবিবি স্টেডিয়ামে। খেলা হয়েছে মাত্র ১৭ ওভার। দিনের প্রায় চার-পঞ্চমাংশ খেলায় ভেস্তে গেছে। চার দিবসীয় ম্যাচের প্রথম দিনটার অধিকাংশ এভাবে জলে গেলে খেলার ফলাফলে নিশ্চয়ই তার প্রভাব মিলবে। পরিস্থিতি প্রতিকূল ছিল বলে কিছুতেই ম্যাচ শুরু করা যাচ্ছিল না। অপেক্ষার প্রহর বাড়তে বাড়তে অবশেষে ১টা ৪০ মিনিট নাগাদ যখন খেলা শুরু করা সম্ভব হলো, ততক্ষণেই আবার আকাশের মুখ ভার। তবে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে যতটুকু খেলা হয়েছে তার মধ্যেই কিন্তু তারকা সমৃদ্ধ পাঞ্জাব দল তাদের জাত চিনিয়ে দিয়েছে। প্রথম দুই ওভার ব্যাটে বলে রান নিতে আগ্রহ দেখায় নি। কিন্তু এরপরই অভিষেক শর্মা ও প্রভিস্মরণ সিং দারুণভাবে দলকে ৬২ রানে পৌঁছায়। ইতিমধ্যে অজয় সরকারের বলে ওপেনার অভিষেক শর্মা উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহার হাতে কট বিহাইন্ড হয়ে প্যাভিলিয়নে ফিরলে ব্যাট হাতে মাঠে আসে নামন‌ ধীর। মন্দ আলোর প্রভাব ফের সমস্যা তৈরি করে। ফটোমিটার বের করে আম্পায়ার জানান দেন, আজ এখানেই খেলার সমাপ্তি। প্রথম দিনের খেলার মাঝামাঝি পর্যায়ে মাত্র ১৭ ওভার খেলা হয়েছে। টস জিতে ত্রিপুরার অধিনায়ক ঋদ্ধিমান সাহা প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। পাঞ্জাব দল ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ১৭ ওভারে এক উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করেছে। প্রভিস্মরণ সিং ৪১ রানে এবং নামন ধীর শূন্য রানে উইকেটে রয়েছেন। রাজ্য দলের প্রথম একাদশে রয়েছেন বিশাল, বিক্রম, শ্রীদাম, সুদীপ, দীপক, ঋদ্ধিমান, রজত, মনিশংকর, পারভেজ, অজয় ও অভিজিৎ। ক্রিকেটীয় ভাষায় ব্যালান্সড টিম ত্রিপুরা আরও তিন দিনে পাঞ্জাবের সঙ্গে কেমন খেলে এখন তাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *