ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।।ইন্দ্ররাণী জমাতিয়াকে ছাপিয়ে গেলেন ঋজু সাহা। ঋজু-র হাতে ধরেই জয়ে ফিরলো ওয়েস্ট ত্রিপুরা টাইটেন্স। ৬ উইকেটে পরাজিত করলো ইউনাটেড সাউথ ব্লাস্টার্সকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বাইজুস মহিলাদের টি-২০ ক্রিকেটে। মহকুমার শহীদ কাজল ময়দানে সোমবার দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দাপট দেখান ত্রিপুরা সিনিয়র মহিলা দলের দুই ক্রিকেটার ইন্দ্ররাণী এবং ঋজু। এদিন দুপুরে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ইউনাটেড সাউথ ব্লাস্টার্স নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৩ রান করে। ত্রিপুরা সিনিয়র মহিলা দলের ওপেনার ইন্দ্ররাণী জমাতিয়ার ঝড়ো ব্যাটিংয়ে দল ওই স্কোর গড়ে। ইন্দ্ররাণী ৫০ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪ রান করেন। এছাড়া দলের পক্ষে প্রীয়াঙ্কা সাহা ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫ (অপ:) এবং অম্বেষা দাস ২৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। জবাবে খেলতে নেমে দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেটের পতনের পর ওয়েস্ট ত্রিপুরা টাইটেন্সের পক্ষে রুখে দাড়ান ঋজু এবং সুলক্ষ্মণা রায়। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলেন। দ্বিতীয় উইকেটে ওই জুটি ৮৩ রান যোগ করে দলকে দ্বিতীয় জয়ের দিকে নিয়ে যান। সুলক্ষ্মণা ৪৯ বল খেলে ৪ টি বাউন্ডারি সাহায্যে ৩৮ রান করেন। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ত্রিপুরা টাইটেন্স। ঋজু ৫৩ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৬ রানে অপরাজিত থেকে যান। ইউনাটেড সাউথ ব্লাস্টার্সের পক্ষে মিতাশ্রী দেবনাথ (২/২৫) সফল বোলার। দুর্দান্ত ব্যাটিং করার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ঋজু সাহা।
2022-12-26