দিঘা, ২৫ ডসেম্বর (হি.স.) : এবার যৌনকর্মীকে ব্ল্যাকমেল করার অভিযোগে যুবক গ্রেফতার । যৌনকর্মী নিজেই এই অভিযোগ তুলে পুলিশে এফআইআর করেন। তদন্তে নেমে দিঘা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
পূর্ব মেদিনীপুরের বাসিন্দা সাগর ঘড়াই নামে এক যুবক কয়েকমাস আগে সোনাগাছিতে এক যৌনকর্মীর কাছে আসেন। পুলিশ সূত্রে খবর, সেই সময় যৌনকর্মীর সঙ্গে কাটানো মুহূর্ত মোবাইলে ছবি তুলে রাখেন। যৌনকর্মীর সম্মতিতে ছবিগুলি তোলা হয়েছিল। পরে ওই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন ওই যুবক। তাতেও আপত্তি করেননি ওই যৌনকর্মী। কিন্তু তারপরেই ওই যুবক শুরু করে গোলমাল। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে ছবি আপলোড করে ওই যৌনকর্মীর কাছে টাকা চেয়ে টানা ব্ল্যাকমেল করতে থাকেন। যদিও যৌনকর্মী ছেড়ে কথা বলেননি। সোজা গিয়ে বড়তলা থানায় সাগরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
যদিও স্বভাব পালটায়নি সাগর নামে যুবকের। অন্য এক মহিলাকে নিয়ে সাগর সৈকতেই সময় কাটাতে গিয়েছিলেন তিনি। পুলিশের ধারণা, ওই মহিলাকেও ব্ল্যাকমেল করার উদ্দেশ্য ছিল তার। তদন্ত চালানোর সময় মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে যে দিঘায় রয়েছে যুবক। সেই সূত্র ধরেই বড়তলা থানার পুলিশের একটি টিম হানা দেয় দিঘায়। সমুদ্র সৈকতে তার খোঁজ চালাতে শুরু করেন পুলিশ আধিকারিকরা। দিঘার সমুদ্র সৈকতে এক মহিলার সঙ্গে একান্তে সময় কাটানোর সময় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।