বেজিং-ওয়াশিংটন, ২৩ ডিসেম্বর (হি.স.) : আমেরিকাকে একতরফা ধমকানোর পুরোনো রুটিন বন্ধ করতে বলেছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। একইসঙ্গে দেশটিকে ‘সীমা লঙ্ঘন’ না করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সূত্রের খবর শুক্রবার আমেরিকার বিদেশমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনের সঙ্গে টেলিফোনে আলাপে একথা বলেন ওয়াং । এসময় তিনি দেশটির বিরুদ্ধে চিনের উন্নয়নকে দমন চেষ্টার অভিযোগ তোলেন।
ওয়াং শুক্রবার টেলিফোনে ব্লিঙ্কেনকে বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই তার ‘একতরফা ধমকানোর পুরানো রুটিন’ বন্ধ করতে হবে। ওয়াশিংটনকে অবশ্যই বেইজিংয়ের বৈধ উদ্বেগের প্রতি মনোযোগ দিতে হবে। সেইসঙ্গে ‘সালামি স্লাইসিং’ (প্রতিবেশী দেশের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে বিশাল এলাকা দখল করা) কৌশল ব্যবহার করে চিনের সীমা রেখাকে চ্যালেঞ্জ করার বিষয়ে আমেরিকাকে আরও সাবধান থাকতে হবে।
শুক্রবার চিনের বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াং জোর দিয়েছিলেন যে, দুই পক্ষেরই উচিৎ দুই রাষ্ট্রপ্রধানের বালি ঐকমত্যকে ব্যবহারিক নীতি এবং সুনির্দিষ্ট কর্মে রূপান্তরিত করার দিকে মনোনিবেশ করা।
ওয়াং বলেন, ‘চিন-আমেরিকার পথপ্রদর্শক নীতির বিষয়ে পরামর্শ বাড়াতে হবে। সম্পর্ক মানে সকল স্তরে সংলাপকে উন্নীত করা এবং যৌথ ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে দুই দেশের মধ্যে সুনির্দিষ্ট সমস্যা সমাধান বের করা। ’
এদিকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে যে, ব্লিঙ্কেন ওয়াংয়ের সঙ্গে ফোন কলে ‘যোগাযোগের উন্মুক্ত মাধ্যম বজায় রাখা এবং দায়িত্বের সঙ্গে আমেরিকা-চিন সম্পর্ক পরিচালনার প্রয়োজন’ নিয়ে আলোচনা করেছেন।