নগাঁওযের জুরিয়ায় গলা কাটা ব্যক্তির লাশ

নগাঁও (অসম), ২১ ডিসেম্বর (হি.স.) : নগাঁও জেলার জুরিয়ায় গলা কেটে খুন করা হয়েছে জনৈক ব্যক্তিকে। উদ্ধারকৃত লাশটি গড়াইমারি গ্রামের জনৈক মহিদুল ইসলামের বলে শনাক্ত করা হয়েছে। আজ বুধবার সকালে বাড়ির পাশের একটি মাঠে থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।

কে বা কারা ওই মহিদুল ইসলামের গলা কেটে খুন করে মাঠে ফেলে দিয়েছে তা এখনও স্পষ্ট নয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নগাঁওযে ভুগননী ফুকননী অসামরিক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে জুরিয়া থানায় একটি মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এ পর্যন্ত কোনও ধরপাকড়ের খবর পাওয়া যায়নি।