জুয়েলস-৩ (দেবরাজ,লুঙ্গা, পিটার)
বীরেন্দ্র-০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।।গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট হাতছাড়া হলো বীরেন্দ্র ক্লাবের। পয়েন্ট হাতছাড়া হওয়ায় সুপারে যাওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে সুজিত ঘোষের দলের। মঙ্গলবার উমাকান্ত ময়দানে শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগে জুয়েলস অ্যাসোসিয়েশনের মুখোমুখি হয় বীরেন্দ্র ক্লাব। ম্যাচে জুয়েলস ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে দিলো বীরেন্দ্র ক্লাবকে। ম্যাচটায় একপেশে ফুটবল খেললো জুয়েলস। কেননা বীরেন্দ্রর ফুটবলারদের সেরকম চনমনে ভাবই দেখা গেল না গোটা ম্যাচে। সুযোগটাকে দারুন ভাবে কাজে লাগায় জুয়েলসের ফুটবলাররা। সুবাদে প্রথমার্ধে দুই গোলও হাসিল করে নেয় দল। ২১ মিনিটে দেবরাজ জমাতিয়া এবং ২৩ মিনিটে লাল রুট লুঙ্গা দ্বিতীয় গোল আদায় করে নেয়। এতেই দলীয় ফুটবলারদের মনোবল চাঙ্গা হয়ে যায়। দুই গোল হজম করেই প্রথমার্ধের বিরতি। গোল পরিশোধ করার লক্ষ্যে বীরেন্দ্রর ফুটবলাররা দ্বিতীয়ার্ধে কিছুটা সচল হয়। কিন্তু গোল করার মতো আক্রমণভাগে ফুটবলারের অভাব। মাঝমাঠেই বল নিয়ে ঘোরাফেরা করতে থাকে সুজিত ঘোষের ছেলেরা। হাতে গোনা কয়েকটা অ্যাটাক যদিও তৈরি করে বীরেন্দ্রর ফুটবলাররা। তবে ভাগ্যও অনেকটা মন্দ রইলো বীরেন্দ্র ক্লাবের। নিশ্চিত দুটো গোল পোস্টে লেগে বাইরে চলে যায়। কপাল পুড়ে বীরেন্দ্র-র। পাল্টা দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে জুয়েলসের পক্ষে তৃতীয় গোল আদায় করে নেন বিদেশি পিটার। গোল ব্যবধান বেড়ে দাঁড়ালো ৩-০ তে। অবশেষে তিন গোলের ব্যবধানেই বীরেন্দ্র-র বিরুদ্ধে জয় হাসিল করে নিলো জুয়েলস অ্যাসোসিয়েশন। খেলা পরিচালনা করেন তাপস দেবনাথ। ম্যাচের সেরা ফুটবলার হলেন জুয়েলসের লাল রুট লুঙ্গা। তার হাতেআর্থিক পুরস্কার তুলে দিলেন প্রাক্তন ফুটবলার মিল্টন ঘোষ।

