বটদ্ৰবায় চলছে রাজ্যের সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান, ঢলে পড়লেন পুলিশ জওয়ান

নগাঁও (অসম), ১৯ ডিসেম্বর (হি.স.) : পূৰ্বনিৰ্ধারিত সূচি অনুযায়ী আজ সোমবার সকাল থেকে নগাঁও জেলার বটদ্রবায় শুরু হয়েছে অসমের সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান। অভিযান চলাকালে কৰ্তব্যরত অবস্থায় আচমকা ঢলে পড়েছেন পুলিশ জওয়ান ভবেনচন্দ্ৰ বরা।

আজ সকাল থেকে বটদ্ৰবায় জেলার সাধারণ ও পুলিশ প্রশাসন চালিয়েছে প্ৰায় ৯০০ বিঘা জমিকে বেদখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। অভিযান শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর আচমকা ঢলে পড়েন উলুবনি পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত সীমান্ত শাখার জওয়ান ভবেন বরা। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, বরা উচ্চ রক্তচাপজনিত রোগে আক্ৰান্ত হয়ে বেসামাল হয়ে পড়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *