শ্রীনগর, ১৯ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় এক লস্কর-ই-তৈবা জঙ্গিকে গ্রেফতার করল সুরক্ষা বাহিনী। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ওই লস্কর জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জঙ্গির নাম-মহম্মদ ইশফাক লোনে। ধৃত জঙ্গির কাছ থেকে একটি আইইডি, একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, ১৮টি গুলি ও ৮ এম বিদ্যুতের তার উদ্ধার হয়েছে।
সোমবার পুলিশ জানিয়েছে, ধৃত লস্কর জঙ্গির বিরুদ্ধে ইউএপিএ আইন, বিস্ফোরক পদার্থ আইন এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। বারামুল্লা জেলার সোপোরের চাকলু গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে ওই জঙ্গিকে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ওই জঙ্গিকে। ধৃত জঙ্গির বাড়ি উত্তর কাশ্মীরেই।