দিল্লির হাওয়া ফের বিষাক্ত, পার করেছে বাতাসের গুণমান সূচক

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): দেশের রাজধানী দিল্লিতে বাতাসের গুণমান ফের খারাপ পরিস্থিতিতে পৌঁছেছে। সোমবার সকালে রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) গড় মাত্রা ৩১৫-এর উপরে রেকর্ড করা হয়েছে। সকালের কুয়াশায় বাতাসে দূষণের মাত্রাও বেড়েছে।

কয়েকদিন ধরে দিল্লির বাতাসের গুণমান সূচক স্বাভাবিক ছিল। তবে তাপমাত্রা কমার সাথে সাথে ২১ ডিসেম্বর পর্যন্ত বাতাসের মান খুব খারাপ বিভাগে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি, আগামী ছয় দিন বায়ুর গুণমান অনেকাংশে খারাপ থাকতে পারে।
প্রসঙ্গত, ০-৫০ বায়ুর গুণমান সূচক স্তরটি ভাল হিসাবে বিবেচিত হয়। ৫১-১০০ সন্তোষজনক, ১০১-২০০ স্বাভাবিক, ২০১-৩০০ খারাপ, ৩০১-৪০০ অত্যন্ত খারাপ এবং ৪০০ এর উপরে গুরুতর বলে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *