সংক্রমণ বেড়ে চলায় সাংহাইয়ে আগামী সোমবার থেকে স্কুল বন্ধ রাখার নির্দেশ

বেজিং, ১৭ ডিসেম্বর (হি. স.) : চিনে কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা ভাইরাসের সংক্রমণ। এবার চিনের বাণিজ্যিক শহর সাংহাইয়ে আগামী সোমবার থেকে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার চিনের শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ইউচ্যাটে এক পোস্টে এ কথা জানানো হয়েছে।

এদিন নির্দেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্ডারগার্টেন থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুধুমাত্র কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা থাকবে। কতদিন স্কুল বন্ধ রাখা হবে, তা স্পষ্ট করা হয়নি। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে রাজধানী বেজিং ও বাণিজ্যিক শহর সাংহাইতে নতুন করে করোনার সংক্রমণ বেলাগাম হয়ে উঠেছে। শীতের কারণেই এমনটা ঘটেছে বলে মনে করছেন দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের শীর্ষ আধিকারিকরা। সময় যত গড়াবে ততই এর প্রকোপ বাড়বে বলে আশঙ্কা তাদের। ইতিমধ্যেই নতুন করে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করায় জিরো কোভিড নীতি বদলের বিষয়টি নিয়েও চিন্তা ভাবনা করতে শুরু করেছে শি চিনফিং প্রশাসন। এখনও পর্যন্ত চিনে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৭৬ হাজার ৩৬১ জন। তার মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৮৬ জন। প্রাণ হারিয়েছেন ৫ হাজার ২৩৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *