কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স.) : ছাত্র সংসদের নির্বাচনের জট কাটাতে এবার নবান্নের সঙ্গে যোগাযোগের চেষ্টা করল মেডিকেল কলেজ কর্তৃপক্ষের।
এই কার্যসূচি নিয়ে শুরু হয় কলেজের কাউন্সিলের বৈঠক। অনশনকারী পড়ুয়াদের নিয়ে উদ্বিগ্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কলেজের কাউন্সিল বৈঠকে ডাকা হয় আন্দোলনকারী পড়ুয়াদের এক প্রতিনিধি দলকে। শুক্রবার বেলা ৩ টে থেকে বৈঠক শুরু হয়। ছিলেন অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস, উপাধ্যক্ষ অঞ্জন অধিকারী সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার স্বাস্থ্য সচিবের সঙ্গে স্বাস্থ্য ভবনে দীর্ঘক্ষণ বৈঠকের পরেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। আজ দীর্ঘক্ষণ অধ্যক্ষর ঘরে আন্দোলনকারীদের বৈঠক হয়। তারপরেই কাউন্সিল বৈঠকে পড়ুয়াদের ডাকা হয়। উল্লেখ্য, নয় দিন ধরে ২২ ডিসেম্বর ছাত্র ভোটের দাবিতে অনশন করছেন জুনিয়র ডাক্তাররা।