নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রীর সফর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেছে সিপিআইএম৷ মূল উদ্দেশ্য হলো সরকারি অর্থে সরকারি অনুষ্ঠান করে নির্বাচনী প্রচার করা৷ সরকারি অর্থ খরচ করে লোক জমায়েত করে দলীয় প্রচারের মতো কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দল সিপিআইএম৷ সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছেন
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফরকালে প্রশাসন যন্ত্রকে কাজে লাগানোর কৌশল নিয়েছেন বলে গুরুতর অভিযোগ করেছে সিপিআইএম৷ দেশের প্রধানমন্ত্রী যেকোন রাজ্যে যেকোনো অনুষ্ঠানে যেতে পারেন তাতে কারো কোন আপত্তি নেই৷ কিন্তু বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে রাজ্য সফর করে সরকারি অনুষ্ঠানের নামে দলীয় প্রচারের তীব্র বিরোধিতা করে সিপিআইএম৷ বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী রাজ্য সফরকালে জেলাশাসক ও মহকুমা শাসকদের মাধ্যমে নির্দেশ জারি করে জনজমাতে লোক আনার কৌশল নিয়েছেন৷ সাংবিধানিক উচ্চ পদে আসীন একজন ব্যক্তিত্বের পক্ষে এ ধরনের কাজ কোনোভাবেই সমচীন নয় বলে মনে করে সিপিআইএম৷ প্রধানমন্ত্রীর দল ও সরকারকে একারকার করে রাজনৈতিক প্রচার করতে পারেন না বলে দাবি করা হয়েছে৷ বিষয়টি সিপিআইএম দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের নজরে আনা হবে বলে জানিয়েছেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী৷
আসন্ন বিধানসভা নির্বাচনে জোট গঠন সম্পর্কে বলতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি গুলিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে৷ শাসক দল বিজেপিকে হটাতে নির্বাচনে যাওয়ার আগে ঐক্যবদ্ধ কর্মসূচি গ্রহণ করার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি৷ জিতেন্দ্র চৌধুরী বলেন জুটের প্রশ্ণে গত এপ্রিল মাসে সর্বভারতীয় সম্মেলনে নীতিগতভাবে দল সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে জোট গঠন করার আগে জোটের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করা খুবই জরুরি বলে তিনি উল্লেখ করেন৷ জিতেন্দ্র বাবু বলেন আগে বামপন্থীরাই সন্ত্রাসের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্ণে আন্দোলন মুখর ছিল৷ এখন বিজেপি বিরোধী সবকটি দল এই প্রশ্ণে আন্দোলনে শামিল হয়েছে৷ সন্ত্রাসের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রশ্ণে ঐক্যবদ্ধ কর্মসূচি গ্রহণ করলে এই জোট মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন৷
2022-12-15