আগরতলা, ১৫ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরায় ডেন্টাল কলেজের অনুমোদন মিলেছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সেপ্টেম্বর থেকেই ওই কলেজে শুরু হবে পঠন-পাঠন। আজ রাতে সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই খবর দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা। তাঁর কথায়, দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ত্রিপুরায় ডেন্টাল কলেজের স্বপ্ন পূরণ হচ্ছে। ত্রিপুরা সফরে এসে আগামী ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই কলেজের উদ্বোধন করবেন।
প্রসঙ্গত, আইজিএম হাসপাতালে নির্মিয়মান বহুতলে ডেন্টাল কলেজ স্থাপনের প্রক্রিয়া শুরু করেছিল বিজেপি-আইপিএফটি জোট সরকার। ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর ডা: মানিক সাহা ডেন্টাল কলেজের জন্য কমিটি গঠন করেছিলেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজ ডেন্টাল কলেজের অনুমোদন মিলেছে বলে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন তিনি বলেন, ডেন্টাল কলেজের অনুমোদনের জন্য ত্রিপুরা সরকার ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে আবেদন জানিয়েছিল। কাউন্সিলের একটি টিম গত ১২ ও ১৩ ডিসেম্বর প্রস্তাবিত ডেন্টাল কলেজ পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে ১৪ ডিসেম্বর কাউন্সিলের কার্যকরী কমিটির বৈঠকে রিপোর্ট জমা দিয়েছে এবং অনুমোদনের সুপারিশ করেছে।
তিনি বলেন, কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী ত্রিপুরায় ডেন্টাল কলেজ স্থাপনের যথেষ্ট পরিকাঠামো রয়েছে। তাই, কাউন্সিল কলেজের অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রকের কাছে পাঠিয়েছিল। আজ সেই অনুমোদন মিলেছে, উত্ফুল্ল হয়ে বলেন মুখ্যমন্ত্রী।
তাঁর দাবি, ৫০ আসন বিশিষ্ট ডেন্টাল কলেজ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সেপ্টেম্বর থেকে শুরু হবে। নিট-র মাধ্যমে কলেজে ছাত্রছাত্রীরা ভর্তি হবেন। এক্ষেত্রে ১৫ শতাংশ আসন কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে। ৭-৮টি আসন উত্তর-পূর্বাঞ্চলের জন্য বরাদ্দ থাকবে। বাকি আসনে ত্রিপুরার ছেলেমেয়েরা ভর্তি হবেন। তিনি জানান, ছেলে ও মেয়ে উভয়ের জন্য ছাত্রাবাসের ব্যবস্থা থাকবে।তিনি বলেন, আগামী ১৮ ডিসেম্বর ত্রিপুরা সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেন্টাল কলেজের উদ্বোধন করবেন।