ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর।। সহজ জয় পেলো খিলপাড়া কোচিং সেন্টার। ৭ উইকেটে পরাজিত করলো কে বি আই সি সি ‘বি’ দলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত হিমাংশু স্মৃতি অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। বৃহস্পতিবার কে বি আই মাঠে হয় ম্যাচটি। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কে বি আই সি সি ‘বি’ ৩৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে বিপ্রজিৎ দাস একমাত্র দুই অঙ্কের রানে পা রাখে। বিপ্রজিৎ ৬৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। খিলপাড়ার পক্ষে নয়ন সাহা (৩/১৬) এবং প্রণয়দ্বীপ দাস (২/৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে খিলপাড়া ২০.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে প্রণয়দ্বীপ দাস ৬৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং রাইহান উল্লা ১১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ (অপ:) রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। কে বি আই সি সি ‘বি’-র পক্ষে অন্তরীপ মজুমদার (২/৭) সফল বোলার।
2022-12-15

