সর্দার প্যাটেলের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): দেশের প্রথম উপ-প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেলকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে তাঁর অবিচ্ছিন্ন অবদানকে স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার এক টুইটে প্রধানমন্ত্রী মোদী লেখেন, “আমি সর্দার প্যাটেলকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। বিশেষ করে আমাদের জাতিকে একত্রিত করতে এবং সর্বাত্মক উন্নয়ন চালনায় ভারতে তাঁর চিরন্তন অবদানের কথা স্মরণ করুন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি ভিডিও টুইট করে বলেছেন, “সর্দার প্যাটেল কেবল কল্পনার ব্যক্তি ছিলেন না, একজন কর্মযোগী ছিলেন, যিনি কল্পনাকে বাস্তবে পরিণত করতে কঠোর পরিশ্রম করেছিলেন। হিমালয়ের মত তার দৃঢ় ইচ্ছাশক্তি ও নেতৃত্বের ক্ষমতার কারণে দেশ তাকে সর্দার বলে মনে করত। জাতির অনুপ্রেরণা সর্দার সাহেবকে তাঁর মৃত্যুবার্ষিকীতে প্রণাম।