বিষমদে ফের মৃত্যু বিহারে, সরণের ছাপড়ায় প্রাণ হারালেন ৩ জন

পাটনা, ১৪ ডিসেম্বর (হি.স.): বিহারে বিষমদ খেয়ে ফের মৃত্যু! এবারের সরণ জেলার ছাপড়া এলাকায় বিষাক্ত মদ খেয়ে প্রাণ হারালেন ৩ জন। আদৌ বিষমদ খেয়ে নাকি অন্য কোনও কারণে ৩ জনের মৃত্যু হয়েছে, তা জানতে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।বুধবার সকালে পুলিশ সুপার এস কুমার জানিয়েছেন, সরণ জেলার ছাপড়া এলাকায় প্রাণ হারিয়েছেন ৩ জন। সন্দেহজনক মৃত্যুর কারণ জানতে তিনটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমি খবর পেয়েছি আরও কয়েকজন অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *