রেড রোজ ক্লাবের নতুন গৃহের উদ্বোধন করলেন পুর মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ রবিবার মেয়র দিপক মজুমদারের হাত ধরে উদ্বোধন হল কৃষ্ণনগর সুপারী বাগান এলাকায় নব নির্মিত রেড রোজ ক্লাব গৃহের৷ একই সঙ্গে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটার ভাস্বতী দেববর্মা , ক্লাবের সভাপতি শঙ্কর ভট্টাচার্য,  সম্পাদক নন্দ লাল বনিক সহ অন্যান্যরা৷ ২০১৮ সালে নতুন সরকার আসার পর রাজ্যে ক্লাব সংসৃকতির মধ্যে পরিবর্তন এসেছে৷ আগে ক্লাব ছিল ভয়ের  জায়গা৷ এখন সেই ক্লাব হচ্ছে আশ্রয় স্থল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *