কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.): কলকাতার তাপমাত্রার পারদ ফের ঊর্ধ্বমুখী। কিছুটা বাড়ার পর রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ চড়তেই শীতের আমেজ উধাও হয়ে গিয়েছে শহর ও শহরতলি থেকে।
রবিবাসরীয় সকালে সেভাবে শীতের আমেজ অনুভূত হয়নি কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। তবে, পশ্চিমের জেলাগুলিতে বেশ ঠাণ্ডা ছিল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কিছু দিন কলকাতার তাপমাত্রায় সেভাবে হেরফের হবে না। ভোরের দিকে শীত থাকলেও, বেলা বাড়ার সঙ্গে অবশ্য শীতল আবহাওয়া উধাও হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অনুভূত হতে পারে শীত।