বাসন্তী, ১০ ডিসেম্বর (হি. স.) : গোপনসূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত সোনাখালি এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে দুই বাংলাদেশী মহিলাকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে শিলা আখতার ও জান্নাৎ ইসলাম নামে ওই দুই বাংলাদেশী মহিলাকে গ্রেফতার করে বাসন্তী থানার পুলিশ। পুলিশের দাবি বেআইনি বা অবৈধ ভাবে বাংলাদেশ থেকে এঁরা ভারতে এসেছিল। সোনাখালি এলাকায় এক পূর্ব পরিচিতের বাড়িতে আশ্রয় নিয়েছিল তাঁরা। ধৃতদেরকে শনিবার আলিপুর আদালতে তোলা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বাংলাদেশের সাতক্ষীরা এলাকার বাসিন্দা এঁরা দুজনেই। ত্রিপুরা বর্ডার দিয়েই এঁরা অবৈধ ভাবে এদেশে প্রবেশ করে। সেখান থেকেই শিয়ালদহ এসে পৌঁছয় ট্রেনে। আর শিয়ালদহ থেকে ক্যানিং লোকালে চেপে ক্যানিং হয়ে বাসন্তীতে গিয়ে আশ্রয় নিয়েছিল দুজনেই। দিন তিনেক আগে পূর্ব পরিচিতের বাড়ি সোনাখালিতে আশ্রয় নেয় এই দুই মহিলা। শুক্রবার রাতে বাসন্তী থানার পুলিশ খবর জানতে পেরে সেখানে তল্লাশি চালিয়ে দুজনকেই গ্রেফতার করে। তাঁদের কাছে বৈধ কাগজপত্র না থাকার কারণে গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে এঁরা বিভিন্ন জায়গায় নাচের কাজ করে। সেই সূত্রেই সোনাখালির কিছু মানুষের সাথে পরিচয় হয়েছিল। এসডিপিও ক্যানিং দিবাকর দাস বলেন, “গোপন সূত্রে বাসন্তী থানার পুলিশ এঁদের কথা জানতে পেরে তল্লাশি চালিয়ে এঁদেরকে গ্রেফতার করেছে। এঁদের কাছে কোন বৈধ পাসপোর্ট ছিল না বলেই এঁদেরকে বেআইনি অনুপ্রবেশকারী আইনে গ্রেফতার করা হয়েছে।”

