এ বছর ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলন নাও হতে পারে, দিল্লিতে জি-২০ সম্মলেন অবশ্যই অংশ নেবেন পুতিন

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): রাশিয়ার রাজধানী মস্কোতে এ বছর ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন নাও হতে পারে। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনের সঙ্গে দেখা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো যাওয়ার সম্ভাবনা নেই। সম্ভবত তাই এ বছর ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন নাও হতে পারে।

তবে, দিল্লিতে জি-২০ সম্মলেন অবশ্যই অংশ নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে নতুন দিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের, জি-২০ সম্মেলনে রুশ নেতার প্রতিনিধি (শেরপা) হলেন স্বেতলানা লুকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *