ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মনমোহন দাস স্মৃতি ভলিবল টুর্নামেন্ট শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর।। উদ্বোধনী ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই। প্রচন্ড উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত জয় পেয়েছে অরবিন্দ সংঘ-ই। হারিয়েছে হলিক্রস কলেজকে। পঞ্চমবারের মতো আয়োজিত সাড়া জাগানো মনমোহন দাস স্মৃতি ওপেন প্রাইজমানি নকআউট ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অরবিন্দ সংঘ জয়ী হয়েছে। ২৫-১৯ এবং ২৮-২৬ পয়েন্টে হলিক্রস কলেজকে নক আউট করে অরবিন্দ সংঘ পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে। এর আগে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মহাত্মা গান্ধী স্কুল মাঠে শুক্রবার বিকেলে বিধানসভার স্পিকার স্পিকার রতন চক্রবর্তী, মেয়র দীপক মজুমদার, পশ্চিম জিলার জেলা সভাধিপতি অন্তরা সরকার দেব, ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত এবং রাজ্য জিমন্যাস্টিক্স সংস্থার সভাপতি তথা উদ্যোক্তা কমিটির চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য প্রমূখ উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ৮ জন প্রবীন ক্রীড়াবিদ এবং সংগঠককে সংবর্ধনা জানানো হয়েছে। এছাড়া আসরে অংশ নেওয়া ১০ দলকে হিরো মোটর্সের পক্ষ থেকে জার্সি প্রদান করা হয়েছে।