ত্রিপুরায় মাটি চাপা পরে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ৮ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরায় জাতীয় সড়কের পাশে ড্রেন নির্মাণের সময় মাটি ধ্বস পরে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন অসমের এবং অপরজন ত্রিপুরার উদয়পুরের বাসিন্দা ছিলেন।

এদিন ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে তাঁদের হাসপাতালে নিয়ে যান। কিন্তু, ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে বলে চিকিত্সকরা জানিয়েছেন। জনৈক দমকল কর্মী জানান, আজ বেলা পৌনে বারটা নাগাদ আঠারমুড়া পাহাড়ের ৪৭ মাইল এলাকায় ধ্বস পড়েছে খবর এসেছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছেন। তাঁর দাবি, ঠিকেদারের অধীনে জাতীয় সড়কে ৪৭ মাইল এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলছে। সেখানে ত্রিপুরা সহ বহিরাজ্যের শ্রমিকরা কর্মরত রয়েছেন। আজ দুপুর পৌনে বারটা নাগাদ জাতীয় সড়কে নির্মানাধীন ড্রেনের পাশে মাটি ধ্বসে পরে এবং তাতে দুইজ শ্রমিক চাপা পরে যান।তিনি জানান, খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয়দের সহযোগিতায় দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পৌছে দেন। তাঁর কথায়, গোমতী ত্রিপুরা জেলায় উদয়পুরের বাসিন্দা স্বপন মজুমদার এবং অসমের বাসিন্দা  হুরুপু বরদোলই আজ মাটি চাপা পড়েছেন। তিনি বলেন, স্বপন মজুমদারকে কুলায় হাসপাতালে এবং হুরুপু বরদোলই-কে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উদ্ধারের পর নেওয়া হয়েছিল। কিন্তু, সেখানে কর্তব্যরত চিকিত্সকরা তাঁদের মৃত বলে ঘোষণা দেন।