১৩ জানুয়ারি মহারাষ্ট্রে শিবসেনার বিরোধের শুনানি করবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : আগামী ১৩ জানুয়ারি মহারাষ্ট্রে শিবসেনা বিবাদের শুনানি করবে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার উদ্ধব শিবিরের কৌঁসুলি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে বিষয়টির দ্রুত শুনানির দাবি জানিয়েছেন। এ বিষয়ে প্রধান বিচারপতি বলেন, শীতের ছুটির আগে এ বিষয়ে শুনানির জন্য পাঁচ বিচারপতির বেঞ্চ গঠন করা সম্ভব হবে না।

এ বিষয়ে শুনানিকারী বেঞ্চের সদস্য বিচারপতি কৃষ্ণ মুরারির শারীরিক অসুস্থতার কারণে গত ২৯ নভেম্বর শুনানি করা যায়নি। এরআগে ১ নভেম্বর শুনানি স্থগিত করে সাংবিধানিক বেঞ্চ উভয় পক্ষের দুজন আইনজীবীকে চার সপ্তাহের মধ্যে বিষয়গুলির একটি সংকলন প্রস্তুত করতে বলেছে। আদালত বলে যে প্রত্যেক পক্ষকে সিদ্ধান্ত নিতে হবে কে কোন বিষয়ে যুক্তি দেবে, যাতে দ্রুত শুনানি শেষ করা যায়। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ছাড়াও সাংবিধানিক বেঞ্চে রয়েছেন বিচারপতি এমআর শাহ, বিচারপতি কৃষ্ণ মুরারি, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসিমা।