নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ আগামী ১১ ডিসেম্বর মুক্তধারায় অনুষ্ঠিত হবে নবীন বরণ উৎসব৷ টেট ওয়ান, টেট টু, এস টি জি টি এবং এস টি পি জি টি- তে যারা ২০২০,২০২১, ২০২২ সালে নিয়োগ হয়েছেন তাদের বরণ করে নেওয়া হবে৷ সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ত্রিপুরার টেট টিচার ওয়েলফেয়ার এসোসিয়েশন সম্পাদক৷ তিনি আরও জানান আগামী ১১ ডিসেম্বর মুক্তধারায় অনুষ্ঠিত হবে নবীন বরণ উৎসব৷ নব নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের এই অনুষ্ঠানে সামিল হওয়ার আহ্বান জানান সংগঠনের সম্পাদক৷ নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা৷
2022-12-05

