বাঁকুড়া, ৪ ডিসেম্বর (হি.স.): গাড়ির পেছনে ধাওয়া করে কোটি কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত শিল্পপতিকে গ্রেফতার করল পুলিশ । ধৃত শিল্পপতির নাম ভবানী মুখোপাধ্যায়। তাঁকে রবিবার বাঁকুড়া জেলা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় ঝাড়খণ্ড পুলিশ।
কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ ছিল পুরুলিয়ার এক শিল্পপতি ভবানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁকে কিছুতেই নাগালে পাচ্ছিল না ঝাড়খণ্ড পুলিশ। রবিবার তাঁকে বাঁকুড়া থেকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। ধৃত শিল্পপতির নাম ভবানী মুখোপাধ্যায়। তাঁকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় ঝাড়খণ্ড পুলিশ। আবেদন মঞ্জুর করেছে আদালত।
পুলিশ সূত্রে খবর, পুরুলিয়ার একটি টিএমটি বার তৈরির কারখানার মালিক ভবানী মুখোপাধ্যায়। চলতি বছর সেপ্টেম্বর মাসে ওই শিল্পপতির বিরুদ্ধে ঝাড়খণ্ডের বোকারো জেলার চাস থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ করেন এক এক ব্যবসায়ী। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নামে চাস থানার পুলিশ। আদালত থেকে ভবানী মুখোপাধ্যায়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তাঁকে কিছুতেই হাতের নাগালে পাওয়া যাচ্ছিল না।
রবিবার মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে চাস থানার পুলিশ জানতে পারে, ভবানী মুখোপাধ্যায় পুরুলিয়া থেকে বাঁকুড়া হয়ে কলকাতার দিকে রওনা দিয়েছে। এরপরই তারা ভবানী মুখোপাধ্যায়ের গাড়িকে ধাওয়া করতে শুরু করে। রবিবার সকালে বাঁকুড়া শহরের অদূরে ওই শিল্পপতির গাড়িকে ধরে তাঁকে গ্রেফতার করে ঝাড়খণ্ড পুলিশ। এরপর ওই শিল্পপতিকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার জন্য বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। ঝাড়খণ্ড পুলিশের দাবি, ওই শিল্পপতির বিরুদ্ধে প্রায় ১৩ কোটি ৬৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। অভিযুক্ত শিল্পপতি তাঁর বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ অস্বীকার করেছে।
প্রসঙ্গত, কলকাতার বড়বাজার থানাতেও এই শিল্পপতির নামে অভিযোগ দায়ের হয়ে রয়েছে।

