মিড ডে মিল কর্মীদের সাম্মানিক বৃদ্ধি করায় সরকারকে ধন্যাবাদ জানিয়ে র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ মিড ডে মিলের কুক কাম হেল্পারদের সাম্মানিক ৫০০ টাকা বৃদ্ধি করার জন্য শনিবার রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে মিছিল করল বিবেকানন্দ বিচারমঞ্চ মজদুর মনিটরিং সেল৷ এদিন রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয় ধন্যবাদ র্যালিটি৷ এরপর শহর পরিক্রমা করে৷ যা লী থেকে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অভিনন্দন জ্ঞাপন করা হয়৷ মজদুর মনিটরিং সেলের নেতা বিপ্লব কর জানান দীর্ঘ দিন ধরে মিড ডে মিলের ওয়ার্কারদের দাবী ছিল তাদের সাম্মানিক বৃদ্ধি করার৷ সেই দাবী পূরণ করেছে রাজ্যের রাষ্ট্রবাদী সরকার৷ ৫০০ টাকা বৃদ্ধি করায় তাদের বর্তমানে সাম্মানিক ভাতার অঙ্ক দাঁড়িয়েছে ২ হাজার টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *