আমাদের সীমানা, জনগণ ও সমস্ত কিছু রক্ষা করব আমরা, সীমান্ত বিরোধে মন্তব্যে বোম্মাইয়ের

বেঙ্গালুরু, ২৫ নভেম্বর (হি.স.): আমাদের সীমানা, জনগণ ও সমস্ত কিছু রক্ষা করব আমরাই। মহারাষ্ট্র-কর্ণাটক সীমান্ত বিরোধ ইস্যুতে বললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই। শুক্রবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী বোম্মাই বলেছেন, মহারাষ্ট্র ২০০৪ সালে একটি মামলা করেছিল এবং আমরা একটি আইনি লড়াই লড়ছি এবং আমরা ভবিষ্যতেও আইনি লড়াই করব। আমরা আত্মবিশ্বাসী. আমরা আমাদের সীমানা, আমাদের মানুষ এবং সবাইকে রক্ষা করব।

মুখ্যমন্ত্রী বোম্মাই এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, যদি কেউ এমনটা করে থাকে, আমি নিন্দা জানাই এবং আমি মহারাষ্ট্র সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে এবং এমনটি বন্ধ করার আহ্বান জানাই। এটি রাজ্যগুলির মধ্যে একটি বড় বিভাজন আনবে। তাই মহারাষ্ট্র সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। আমরা আইন মান্যকারী মানুষ এবং আমরা আমাদের অধিকারের মধ্যে আছি।বোম্মাই আরও বলেছেন, প্রতিটি রাজ্যেরই নিজস্ব অধিকার আছে।