মেঘালয়ে যানবাহন যাতায়াতে নিষেধাজ্ঞা অসমের কাছাড় ও কামরূপ মেট্রো জেলা পুলিশের

গুয়াহাটি / শিলচর, ২২ নভেম্বর (হি.স.) : অসম-মেঘালয় সীমান্তবর্তী পশ্চিম কারবি আংলং জেলার (অসম) মইক্রোং এলাকায় আজ মঙ্গলবার সকালে সংঘটিত সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে মেঘালয়ে যানবাহন যাতায়াতে কাছাড় এবং কামরূপ মেট্রো জেলা পুলিশ প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে।

নাগরিক ও পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো মানুষকে এ মুহূর্তে মেঘালয়ে না যাওয়ার পরামর্শ দিয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন। পুলিশ সুপার বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনসাধারণকে মেঘালয় থেকে কাছাড় তথা বরাক উপত্যকায় যাতায়াত করতে বারণ করা হয়েছে।

পুলিশ সুপার আজ সশরীরে কাছাড়ের মেঘালয়গামী দিগারখালে পৌঁছে চলমান সহিংস পরিস্থিতির দরুন মানুষকে মেঘালয়ে না যাওয়ার জন্য অনুরোধ ও পরামর্শ দিচ্ছেন। তিনি বলেন, মেঘালয় এবং বরাক উপত্যকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ এজন্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে জেনেও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নিতে হয়েছে।

তিনি জানান, কেবলমাত্র মেঘালয়ে রেজিস্ট্রিকৃত নম্বরযুক্ত যানবাহনগুলিকে মেঘালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে কামরূপ মেট্রো জেলা পুলিশ মেঘালয়ের রেজিস্ট্রেনযুক্ত যানবাহন ছাড়া মেঘালয়গামী খানাপাড়া এবং জোড়াবাটে সব যানবাহনকে আটকে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *