ত্রিপুরা: ১৩৩ (৪২.১ ওভার)
সৌরাষ্ট্র: ১৩৪/৬ (৩৬.৫ ওভার)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর।। ছন্দে পরিবর্তন ঘটেছে ত্রিপুরার। ক্রমপর্যায়ের সূত্র অনুযায়ী হার-জিত-হার-জিত-হার এর পর জয়ের প্রত্যাশা করেছিলেন অনেকেই। কার্যত মাঠে হল উল্টো ফলাফল। সৌরাষ্ট্রের কাছে চার উইকেটে হারতে হলো ত্রিপুরাকে। তবে পরাজয়ের গ্লানির কাছে স্বল্প স্কোরের বেদনাটা আরও বেশি মলিনতার পরিচয় দেন ত্রিপুরার সিনিয়র ক্রিকেটাররা। নিউ দিল্লির পালামে এয়ার ফোর্স কমপ্লেক্স গ্রাউন্ডে ম্যাচ শুরুতে টস জিতে সৌরাষ্ট্র প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ঋদ্ধিমানের নেতৃত্বাধীন ত্রিপুরা দল প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৪২ ওভার ১ বল খেলে সব কটি উইকেট হারিয়ে ১৩৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে রজত দে-র ২৫ রান এবং বিশাল ঘোষের ২৪ রান-ই উল্লেখ করার মতো। চৌরাষ্ট্রের বলার ওনৎকাত তিনটি, চেতন সাকারিয়া ও প্রেরক মানকান্দ দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র ৩৬ ওভার পাঁচ বল খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। তবে প্রথম চার ওভারের খেলায় স্কোরবোর্ডে যখন কোনও রান আসেনি, ততক্ষণে রানা দত্তের ছোবলে দুই ওভারে পরপর তিন উইকেটের পতন সৌরাষ্ট্রের পক্ষে প্রমাদ ডেকে আনে। পরবর্তী সময়ে ভি বাসবদ এবং পার্থ ভাটের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। স্বল্প স্কোরের টার্গেটের কারণে সৌরাষ্ট্রকে তেমন সমস্যায় পড়তে হয় নি। রাজ্য দলের রানা দত্ত ২৯ রানে চারটি এবং অজয় সরকার ৪০ রানে দুটি উইকেট পেয়েছে। ত্রিপুরার পরবর্তী ম্যাচ, ২৩ নভেম্বর বুধবার মনিপুরের বিরুদ্ধে।