কলকাতা, ১৪ নভেম্বর (হি. স.) : জেলেই থাকতে হবে নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য এবং এসএসসি-র দুই প্রাক্তন কর্তা কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও এসপি সিনহাকে। আগামী ২৮ নভেম্বর ফের আদালতে তোলা হবে তাঁদের।
এসএসসি দুর্নীতির ঘটনায় অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিংহ, অশোক সাহা, দুই মিডলম্যান প্রসন্ন এবং প্রদীপকে সোমবার আদালতে তোলা হয়। কিন্তু তাঁদের জামিনের আর্জি আবারও খারিজ হয়। জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আলিপুরের বিশেষ আদালতের তরফে। ওই নির্দেশ অনুযায়ী আপাতত জেল হেফাজতেই থাকবেন এসএসসি কাণ্ডে অভিযুক্ত এই সাত জন।
প্রসঙ্গত, এই মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে সোমবার ফের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত।

