নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৩ নভেম্বর৷৷ অসাবধানতার কারণে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়ে আহত ১৭ জন যাত্রী৷ ঘটনা উদয়পুর টেপানিয়া ইকোপার্ক সংলগ্ণ এলাকায়৷যাত্রীবাহী বাস গাড়ি দুর্ঘটনায় পরে গুরুতর আহত ১৭ জন৷ ঘটনা রবিবার সকাল ১১ টা নাগাদ উদয়পুর টেপানিয়া ইকোপার্ক সংলগ্ণ এলাকায়৷ জাতীয় সড়কের পাশে মাটির দেওয়াল সহ বিদ্যুৎ খুটিতে ধাক্কা দেয় গাড়িটি৷ এতে করে বাসে থাকা প্রায় ১৭ জন যাত্রী গুরুতর আহত হন৷ জাতীয় সড়কে বাস দুর্ঘটনার খবর পেয়ে উদয়পুর থেকে দমকল কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায়৷ বাসের নম্বর টি আর ০৩ ১৩৩৮৷ বাসে থাকা যাত্রীদের অভিযোগ গাড়িতে প্রচুর পরিমাণে মাল বোঝাই ছিল৷ চলন্ত গাড়িতে কফির বস্তা গাড়িচালকের উপর পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে বলে অভিযোগ এক যাত্রীর৷ ঘটনায় আরো একবার স্পষ্ট হয়ে গেছে আগরতলা থেকে গাড়িটি উদয়পুর যাওয়ার সময় রাস্তায় কোন ধরনের চেকিং এর ব্যবস্থা ছিল না৷ যার ফলে গাড়িটি দুর্ঘটনায় পড়েছে৷ জাতীয় সড়কের উপর একাধিক থানা অতিক্রম করে গাড়িটি এতটা পথ যায়৷ কিন্তু এদিন ঘুম ভাঙলো না পুলিশের৷ তবে গঠনের পর পুলিশ যাত্রীবাহী বাসটি আটক করেছে৷
2022-11-13

