চেন্নাই, ১০ নভেম্বর (হি.স.): কোয়েম্বাটুর গাড়ি বিস্ফোরণ মামলার তদন্তে তামিলনাড়ুর ৪৫টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বৃহস্পতিবার সকাল থেকে তামিলনাড়ুর ৪৫টি ঠিকানায় তল্লাশি অভিযান চালান এনআইএ আধিকারিকরা। এই ৪৫টি ঠিকানার মধ্যে রয়েছে কোয়েম্বাটুরের জি এম নগর ও এইচ এম পি আর স্ট্রিটও।
চলতি বছরের ২৩ অক্টোবর কোয়েম্বাটুরে গাড়ি বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। একটি গাড়িতে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ হয়। ২৩ অক্টোবর ভোররাতের ওই বিস্ফোরণে মৃত্যু হয় একজনের। তামিলনাড়ুর পুলিশের সমন্বয়ে বৃহস্পতিবার সকাল থেকে তামিলনাড়ুর ৪৫টি ঠিকানায় তল্লাশি অভিযান চালান এনআইএ গোয়েন্দারা। কোট্টামেদু, পোনভিঝা নগর, রথিনাপুরী ও উক্কাদাম প্রভৃতি এলাকায় সন্দেহভাজনদের ঠিকানায় তল্লাশি চালানো হয়।

