বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের ডাক, ইডি-সিবিআই নিয়ে তোপ মমতার

কৃষ্ণনগর, ৯ নভেম্বর (হি.স.) : ফের বিজেপির বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই, ইডি’র মতো কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে কাজে লাগানো হচ্ছে বলে আরও একবার সরব হলেন তিনি। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ভাবে লড়াইয়ের ডাকও দিলেন তিনি।

বুধবার কৃষ্ণনগরের জনসভার মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “বিজেপি তাড়াহুড়ো করছে কেন? লোক ধরছে। এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন কেন? কেন দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে? আরে রাজনৈতিকভাবে লড়াই করো। আমি রাজনৈতিকভাবে লড়তে প্রস্তুত। গায়ের জোরে যারা নির্বাচন করে তারা ঠিক করে না। গায়ের জোরে নয়। চৈতন্যদেবের ধাম। মানুষকে ভালবাসতে হবে। ভালবেসে জয় করতে হবে।”
দলীয় নেতাকর্মীদের ভুলত্রুটির কথা কার্যত মেনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একটা-দুটো লোক ভুল করতে পারে। তার জন্য সবাই খারাপ হয়ে যায়? আমি চাই যারা ভুল ত্রুটি করবে তারা শুধরে নেবে। তৃণমূল কর্মীরা মাথা উঁচু করে চলবে। কোনও লোভ যেন তাদের গ্রাস করতে না পারে। লোভ করে অর্থ করা মানে যার কাছে রাখছেন মেরে দিচ্ছে। লোভ করে অর্থ করা মানে সমাজে বদনাম হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *