ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর।। কোচ শ্রাবণী দেবনাথকে সংবর্ধনা জানালো রাজ্য ক্রিকেট সংস্থা। সোমবার দুপুরে । রাজ্য ক্রিকেট সংস্থার অফিসবাড়িতে সংবর্ধনা জানানো হয় শ্রাবণীকে। উপস্থিত ছিলেন রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি তপন লোধ, সহসভাপতি তিমির চন্দ, সচিব তাপস ঘোষ সহ রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা। সংবর্ধনা অনুষ্ঠানে শ্রাবণীর হাতে পুষ্পস্তবকের পাশাপাশি সুদৃশ্য স্মারক তুলে দেওয়া হয়। এবং শ্রাবণীর সাফল্য কামনা করা হয়। দেশের বিভিন্ন রাজ্যের ক্রিকেট দলের কোচিং করানোর পর এবার অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের ফিল্ডিং কোচ নির্বাচিত হয়েছেন ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট দলের কোচ শ্রাবণী দেবনাথ। ১৩-২০ নভেম্বর ভাইজাকে অনুষ্ঠিত ৪ দলীয় আসরে (ভারত ‘এ’, ‘বি’, শ্রালঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ) এবং ২৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত মুম্বাইয়ে অনুষ্ঠিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসরে ভারতীয় মহিলা দলের ফিল্ডিং কোচ নির্বাচিত হয়েছেন ৩১ বছর বয়সী ত্রিপুরার শ্রাবণী। সংবর্ধনা পেয়ে আপ্লুত শ্রাবণী বলেন,”আমাকে আরও উৎসাহিত করেছে ওই সংবর্ধনা। চেষ্টা করবো দেশকেও সাফল্য এনে দিতে”।
2022-11-07