ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর।। সাধারণ সভার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই মিটিং করে আবারও নিজেরা ক্ষমতা দখল করতে মরিয়া হয়ে আছেন। প্রসঙ্গ রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সচিব সঞ্জীব সাহার ভূমিকা ঘিরে। সঙ্গে তার কয়েকজন সাগরেদ রয়েছেন যারা লুটে পুঁটে খাচ্ছেন রাজ্যের ব্যাডমিন্টন খেলোয়াড়দের অর্থ। কোনো মিটিং নেই, কোনো আলাপ আলোচনা নেই, ধুম করে যোগেন্দ্রনগর স্থিত একটি বিয়ে বাড়িতে মিটিং ডেকে বসলেন রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সচিব সঞ্জীব সাহা। এটা কি করে সম্ভব। এই ভাবে কি মিটিং ডাকতে পারে সে, প্রশ্ন ক্রীড়ামোদী মহলের। এই সংস্থ্যার কার্যকরী সভাপতি হলেন রতন সাহা। সভাপতি হলেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন। তারা কেউই জানেন না এই মিটিং এর বিষয়। কথা নেই বার্তা নেই ধুম করে ডাকলেন মিটিং। এই মিটিংয়ের কোনো বৈধতা আছে কি।
2022-11-05