ঝাড়গ্রাম, ৩১ অক্টোবর ( হি. স.) : সুবর্ণরেখা নদী পেরিয়ে আবারও দল হাতি সাঁকরাইল ব্লকে প্রবেশ করাই আতঙ্কিত বাসিন্দারা। এক সাথে ৩০ থেকে ৩৫ টি দল হাতির তান্ডবে বিঘার পর বিঘা জমির ধান ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় মানুষজনেরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে নয়াগ্রামের দিক থেকে সুবর্ণরেখা নদী পার হয়ে হাতির দলটি সাঁকরাইল ব্লকের হাড়িভাঙ্গা এলাকায় জঙ্গলে রয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ যেভাবে সারা বছর ধরে হাতির দল ধান জমিতে তান্ডব চালিয়ে খেয়ে, পায়ে মাড়িয়ে তছনছ করে। এই সময় ধান প্রায় পাকার মুহুর্ত আর সময় ধান জমির উপর দিয়ে হাতির দল যাতায়াত করলে সব ধান মাটিতে ঝড়ে পড়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। আর প্রায় দিনেই হাতির হানায় ফসলের ক্ষয়ক্ষতি হওয়ায় মাথায় হাত পড়ছে কৃষকদের। আদৌও মাঠের ধান তারা ঘরে তুলতে পারবেন কি না তা নিয়ে আশঙ্কায় রয়েছেন কৃষকেরা। তাই তাদের দাবি হাতির ফসলের ক্ষতিপূরণ দিতে হবে বনদফতরকে।
কৃষকদের অভিযোগ, সারা বছর ধরে আমাদের ধান, সবজি সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করে হাতির দল। কিন্তু বনদফতর আমাদেরকে সে-তুলনায় ক্ষতিপূরণ দেন না। এভাবে সারা বছর ধরে চলতে থাকলে কিভাবে সাংসার চালাবো ভাবতে পারছি। বনদফতর সারা বছরেই আমাদের এই সমস্ত গ্রামের ওপর দিয়ে ড্রাইভ করাই হাতি গুলিকে। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। এবিষয়ে খড়্গপুর ডিভিশনের ডিএফও শিবা নন্দ রাম বলেন,” নয়াগ্রামের দিক থেকে ৩০ থেকে ৩৫ টি হাতির একটি দল সাঁকরাইল ব্লকে প্রবেশ করেছে। হাতিগুলিকে মানিটারিং করেছেন বনকর্মীরা। যাতে হাতি গুলিক ধান, সবজির ক্ষয়ক্ষতি না করে তার জন্য জঙ্গলের মধ্যে আটকে রাখার চেষ্টা করছেন বনকর্মীরা। আর যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি করছে তারা সরাকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন। “