BRAKING NEWS

মানিব্যাগ ছিনতাই করতে গিয়ে জিবি হাসপাতালে গণধোলাই খেল যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ এ জি এম সি হাসপাতালের সামনে মানিব্যাগ চুরি করে পালানোর জনতার হাতে আটক এক চোর৷ অন্যদিকে পালিয়ে যেতে সক্ষম হয় সঙ্গে অপর চোর৷ এরপর জনরোষের মুখে আটক চোর৷ পরে তার আত্মীয়রা কোন ক্রমে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করায়৷ জনরোষের মুখে পড়া চোরের নাম সুজিত দাস৷ বাড়ি বাবুল চৌমুহনী৷ বর্তমানে জিবিতে চিকিৎসাধীন সে৷ জানা যায় রবিবার দুই চোর মিলে এ জি এম সি- হাসপাতালের সামনে থেকে মানিব্যাগ ছিনতাই করে পালাতে যায়৷ দুই ছিনতাই বাজের মধ্যে একজন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয় উপস্থিত জনতা৷ এরপর জনরোষের মুখে সুজিত৷ ব্যাপক মারধরে আহত হয়৷ তার পায়ে আঘাত গুরুতর বলে জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *