মনপাথরে বেআইনী সারের দোকানে অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ মনপাথর বাজারে অবৈধভাবে গজিয়ে উঠা সারের দোকানে অভিযান চালালো বগাফা কৃষিদপ্তরের তত্বাবধায়ক৷ কৃষিদপ্তরের তত্বাবধায়কের নিকট খবর আসে মনপাথর বাজারে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে কৃষিজ সার ও কৃষিজ বীজ বিক্রি করছে৷  যাদের কোনো প্রকার বৈধ লাইসেন্স নেই৷  এই খবর পাওয়ার পর শনিবার মনপাথর ফাঁড়ী থানার ওসি  জয়ন্ত দাস, বগাফা কৃষি দপ্তরের সেক্টর অফিসার শুভেন্দু মজুমদারকে সঙ্গে নিয়ে মনপাথর বাজারে বিশেষ অভিযান চালান তিনি৷ কৃষিদপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস জানান যে সকল ব্যবসায়ী অবৈধভাবে সার ও বীজ বিক্রি করছে তাদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে৷ তাদের আগাম নোটিশ দেওয়া হয়েছে৷ কিন্তু তাতে লাভ হয়নি৷ তাই এই অভিযান চালানো হয়৷ তিনি সকল ব্যবসায়ীকে বৈধভাবে লাইসেন্স করে ব্যবসা করার জন্য আহবান  জানান৷ এদিন প্রায় ১০ টি দোকানে অভিযান চালালো হয়৷ কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস জানান  এই ধরনের অভিযান আগামীদিনেও জারী থাকবে৷