ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর।। পুনরায় ত্রিপুরা ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেতে চলেছেন ভাস্কর পিল্লাই? টি সি এ-তে কান পাতলে এমনই খবর শোনা যাচ্ছে। জানা গেছে,বৃহস্পতিবার রাতেই প্রাথমিক কথাবার্তা সেরে নিয়েছিলেন রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা, ত্রিপুরার প্রাক্তন ওই কোচের সঙ্গে। শুক্রবার কথা চলছে ভাস্কর পিল্লাইয়ের সঙ্গে। জানা গেছে যদি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে ২ নভেম্বর ত্রিপুরার কোচের দায়িত্ব নিতে রাজ্যে আসবেন কৃষান ভাস্কর পিল্লাই। এর আগে দুবছর ত্রিপুরার কোচের দায়িত্বে ছিলেন। এরপর উত্তর প্রদেশ, দিল্লি এবং শেষ বছর গোয়ার কোচের দায়িত্বভার ছিলো ওনার উপর। এবার ত্রিপুরার উপর। মুখে বড় কথা নয়, তা নতুন কমিটি দায়িত্ব নিয়েও বুঝিয়ে দিচ্ছেন। আগের কমিটির কর্তারা কথা না বলেই বড় বড় ডাক দিয়েছিলেন। কিন্তু কার্য ক্ষেত্রে শূণ্য। এবার সেই পথে হাটতে নারাজ বর্তমান কমিটির কর্তারা। বর্তমান কমিটির লক্ষ্য একটাই, রাজ্যের ক্রিকেটকে একধাঁপ এগিয়ে নিয়ে যাওয়া। তা মাথায় রেখেই এগিয়ে চলতে বদ্ধপরিকর কর্তারা। ওই কমিটিতে রয়েছেন রাজ্যের অভিজ্ঞ ক্রিকেটার তিমির চন্দ। যার অভিজ্ঞতা ত্রিপুরার ক্রিকেটকে কয়েকধাপ এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা নেবে বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা। ১২ নভেম্বর থেকে শুরু হবে বিজয় হাজারে ট্রফি ক্রিকেট। এবং ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে রণজি ট্রফি ক্রিকেট। ওই দুটি আসরে ত্রিপুরার কোচ হিসাবে থাকবেন ভাস্কর পিল্লাই। তবে টি সি এ সূত্রে খবর, ভাস্কর পিল্লাইকে আরও ২ বছর রাখার পরিকল্পনা রয়েছে। তবে তা এখনও চূড়ান্ত নয়। প্রসঙ্গত: ১২ নভেম্বর বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ উত্তর প্রদেশ এবং ১৩ ডিসেম্বর রণজি ট্রফি ক্রিকেটে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ গুজরাট।
2022-10-28