ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর।। সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্ট এর পর এবার বিজয় হাজারে ট্রফিতে খেলবে রাজ্যদল। টুর্নামেন্ট এ অংশগ্রহণ করার পূর্বে ৩০ জন সিনিয়র ক্রিকেটারদের ক্যাম্পে ডাকলো রাজ্য ক্রিকেট সংস্থা। ক্রিকেটাররা হলেন ঋদ্ধিমান সাহা, বিক্রম কুমার দাস, সুদীপ চ্যাটার্জি, দীপক ক্ষত্রি, শুভম ঘোষ, রজত দে, মনিসংকর মুরাসিং, বিশাল ঘোষ, রানা দত্ত, অজয় সরকার, চিরঞ্জিত পাল, অভিজিৎ সরকার, নিরুপম সেন চৌধুরী, জয়দীপ ভট্টাচার্য, অভিজিৎ চক্রবর্তী, সঞ্জয় মজুমদার, কুশল আচার্য, উদিয়ান বোস, সম্রাট সূত্রধর, সম্রাট সিনহা, কৃতিদীপ্ত দাস, অনিরুদ্ধ সাহা, সুভাষ চক্রবর্তি, তুষার সাহা, পারভেজ সুলতান, দেবপ্রসাদ সিনহা ,অমিত আলী। ডাক পাওয়া ক্রিকেটারদের ৩১ অক্টোবর সকাল ১১ টার মধ্যে এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে টি সি এ-র তরফে। এরপর এই ৩০ জন থেকেই চূড়ান্ত দল বাছাই হবে।
2022-10-28