নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): তাপমাত্রার পারদ ক্রমেই কমছে রাজধানী দিল্লিতে। একইসঙ্গে বায়ুদূষণে রোজই নাজেহাল হতে হচ্ছে দিল্লীবাসীকে। বুধবার সকালে দিল্লিতে সার্বিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৪৯। দিল্লির পাশাপাশি বায়ুদূষণের কবলে উত্তর প্রদেশের নয়ডাও, সেখানে এদিন এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩১৯। এদিন দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েকদিনের মতো বুধবার সকালেও দূষণের মধ্যেই ভোরের সূর্য উঠেছে দিল্লিতে। একইসঙ্গে ছিল হালকা ঠান্ডাও অনুভূত হয়েছে। দূষণের কারণে প্রাতঃভ্রমণে বেরিয়ে এদিনও অনেকেই অস্বস্তি বোধ করছেন। দিল্লির দূষণ এদিনও ছিল খুব খারাপের পর্যায়ে। দিল্লিতে আপাতত মনোরম থাকবে আবহাওয়া।