হাইলাকান্দি (অসম), ২৩ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দিতে আবারও পুলিশ হেফাজত থেকে অভিযুক্তের পালানোর ঘটনা ঘটল। এবার হাইলাকান্দি জেলার লক্ষ্মীনগর পুলিশ ফাঁড়ি থেকে গ্রেফতারকৃত দুই অভিযুক্ত হাতকড়া খুলে পালিয়ে গেছে। তবে ঘটনার পিছনে রহস্যের গন্ধ পাচ্ছেন স্থানীয়রা।
এই দুই অভিযুক্তকে ইভ-টিজিংয়ের অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। উল্লেখ্য, এই ঘটনার কিছুদিন আগে জেলার আলগাপুর থানা থেকে পালিয়ে গিয়েছিল ধর্ষণ মামলায় অভিযুক্ত এক দুষ্কৃতী। আলগাপুরের পর এবার লক্ষ্মীনগর পুলিশ ফাঁড়ি থেকে গ্রেফতারকৃত দুই ব্যক্তির এভাবে পালিয়ে যাওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছে পুলিশ।
পুলিশ ফাঁড়ি থেকে আসামিদের পালিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। জানা গেছে, গত রাতে লক্ষ্মীনগর পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়া খুলে ফেরার দুই অভিযুক্তের নাম কালা উদ্দিন লস্কর এবং কাদির উদ্দিন লস্কর।
অভিযোগ, এই দুই যুবক এক স্কুলছাত্রীকে বহুদিন থেকে নানাভাবে হয়রানি করছিল। বাধ্য হয়ে ভুক্তবোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লক্ষ্মীনগর পুলিশ ফাঁড়িতে লিখিত এফআইআর দায়ের করা হয়েছিল। এফআইআরের ভিত্তিতে মামলা রুজু করে গতকাল রাতেই পুলিশ ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছিল। তার পর গভীর রাতে সুযোগ বুঝে পুলিশ ফাঁড়ি থেকে হ্যান্ডকাফ খুলে পালিয়ে গেছে দুই অভিয়ুক্ত।
দুই ইভটিজারের এভাবে পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যাওয়ার খবর চাউর হতেই তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে সমগ্র লক্ষ্মীনগর এলাকায়। স্থানীয় মানুষ পুলিশ ফাঁড়িতে জড়ো হয়ে পলাতক দুই অভিযুক্তকে অতিসত্বর ফের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন। এভাবে দুই ইভটিজারের পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এলাকার মানুষ ক্ষোভ ব্যক্ত করে বলেন, এই দুই যুবক সহ আরও কয়েকটি ছেলে স্কুল-ছাত্রীদের নানাভাবে হেনস্তা করে। প্রতিনিয়ত ভুক্তভোগী মেয়েটিকে ভয় দেখিয়ে তাদের অটোতে তোলার চেষ্টা করত বলে অভিযোগ। যার ফলে এ ধরনের অপরাধে অভিযুক্ত ধৃতদের পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়াকে সন্দেহজনক বলে মনে করছেন এলাকার মানুষ।