পুণে-তে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের সময় শ্বাসরুদ্ধ হয়ে মৃত দুই, খোঁজ নেই একজনের

পুণে, ২১ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের পুণে শহরে একটি প্রাইভেট সোসাইটিতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন দু’জন। এছাড়াও একজনের খোঁজ পাওয়া যায়নি। পুণে শহরের ওয়াঘোলি এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে পুণে শহরের ওয়াঘোলি এলাকায় একটি ড্রেনেজ চেম্বার-কাম-সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় শ্বাসরোধে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও একজন শ্রমিক সম্ভবত ওই সেপটিক ট্যাঙ্কের ভিতরে আটকে রয়েছেন।

পুনে মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি (পিএমআরডিএ)-র আধিকারিকরা জানিয়েছেন, নিহত শ্রমিকরা ১৮ ফুট গভীর ড্রেনেজ-কাম-সেপটিক ট্যাঙ্কে কাজ করছিলেন অথবা পরিষ্কার করছিলেন। মনে করা হচ্ছে, ভিতরে আটকে যাওয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। সকাল সাতটা নাগাদ পুলিশকে বিষয়টি জানানো হয় এবং তদন্ত শুরু হয়েছে।