মুম্বই, ২০ অক্টোবর (হি.স.) : বুধবার গভীর রাতে রায়গড় জেলার পানভেলে নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-র দুই কর্মী সহ চারজনকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের দল। চারজনকেই বৃহস্পতিবার আদালতে হাজির করার কথা রয়েছে।
জানা গিয়েছে, পানভেল এলাকায় নিষিদ্ধ সংগঠন পিএফআই-র গোপন কার্যকলাপের খবর পেয়েছিল এটিএস দল। এর ভিত্তিতে, এটিএস দল বুধবার গভীর রাতে পানভেল এলাকায় অভিযান চালিয়ে পিএফআইয়ের দুই প্রাক্তন আধিকারিককে গ্রেফতার করে। এরপর এই দুজনের সংস্পর্শে আসা আরও দুজনকেও গ্রেফতার করা হয়েছে।
এটিএস দল তথ্য অত্যন্ত গোপন রেখে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে। এটিএস দল বুধবার গভীর রাতে ঔরঙ্গাবাদেও অভিযান চালায়, কিন্তু তার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সূত্র বলছে, ঔরঙ্গাবাদেও পিএফআই-এর সঙ্গে যুক্ত কয়েকজনকে গ্রেফতার করেছে এটিএস।