গুয়াহাটি, ১৯ অক্টোবর (হি.স.) : গুয়াহাটিতে মহানগর পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে সোনার নৌকা এবং সোনার বিস্কুট। গড়চুক পুলিশ মহানগরের দাতালপাড়ায় অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করেছে। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে জনৈক মহিলাকে।
গুয়াহাটি মেট্রোর ডিসিপি দেবাশিস বরার নেতৃত্বে পরিচালিত অভিযানে দাতালপাড়ার একটি ভাড়াঘর থেকে সোনার নৌকা ও বিস্কুটের সঙ্গে এক মহিলাকে আটক করা হয়। মহিলাটি লখিমপুর থেকে গুয়াহাটিতে বিক্ৰি করতে সোনাগুলি এনেছিলেন বলে পুলিশ সূত্রের খবর। ধৃত মহিলাকে গরচুক থানায় আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশের সূত্রটি।