নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে সারা রাজ্যব্যাপী এডিসির প্রতিটি জোনাল অফিসে এডিসির শাসক দল তিপ্রা মথার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণ ডেপুটেশন প্রদান করা হয়৷ তারই অঙ্গ হিসেবে বুধবার এডিসি- র মোহনভোগ জোনাল অফিসে জোনাল ডেভেলপমেন্ট অফিসারের নিকট বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করে জনজাতি মোর্চা৷
উপস্থিত ছিলেন এম ডি সি পদ্মলোচন ত্রিপুরা, ধনপুর মণ্ডলের মণ্ডল সভাপতি বিন্দু দেবনাথ, জেলার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা৷ প্রথমে মোহনভোগ দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়৷ মোহনভোগ এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মোহনভোগ এডিসির জোনাল অফিসের সামনে হয় সভা৷ বক্তব্য রাখতে গিয়ে এমডিসি পদ্মলোচন ত্রিপুরা বলেন, এডিসির উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার প্রদেয় কোটি কোটি টাকার দুর্নীতি করেছে শাসকদল তিপ্রা মথা৷ পাহাড়ে উন্নয়নের নামে হামলা, হুজ্জতি সহ অশান্তির পরিবেশ তৈরি করে করেছে৷ এই জনবিরোধী শাসনের বিরুদ্ধে সারা রাজ্যব্যাপী ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার উদ্যোগে গণ ডেপুটেশন প্রদান করা হচ্ছে৷
৯ দফার দাবির ভিত্তিতে বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে দুষ্কি সাবজোনাল অফিস কার্যালয়ে এক ডেপুটেশন প্রদান করা হয় বুধবার৷ এই ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ সভানেত্রী পাতালকন্যা জমাতিয়া , বিজেপি জনজাতি মোর্চা খোয়াই জেলা সভাপতি বিশ্বজিৎ রূপিনী, তেলিয়ামুড়া মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর সহ অন্যান্য নেতৃত্ব৷ এদিন মোহড়পাড়া চার্চ সংলগ্ণ এলাকা থেকে প্রায় এক হাজার বিজেপি কর্মী সমর্থক পায়ে হেঁটে দুষ্কি সাব-জোনাল অফিসে সামনে জড়ো হয়৷ পরবর্তীতে সেখান থেকে সাতজনের এক প্রতিনিধি দল সাবজোনাল আধিকারিকের নিকট মোট ৯ দফা দাবি সনদের প্রতিলিপি প্রদান করেন৷ গোটা রাজ্যে ৪৪ টি সাবজোনাল অফিসে সাবজোনাল আধিকারিকের নিকট দাবি সনদ তুলে ধরা হয়৷ অন্যদিকে একই দিনে একই সময়ে বিজেপি জনজাতি মোর্চা ২৯ কৃষ্ণপুর মন্ডল এর উদ্যোগে মুঙ্গিয়াকামি সাবজোনাল অফিস কার্যালয়ে ডেপুটেশন প্রদান করা হয়৷ চাকমাঘাট মন্ডল কার্যালয়ের সামনে থেকে সুবিশাল পদযাত্রার মাধ্যমে তুই মধু স্থিত মুঙ্গিয়াকামি সাবজোনাল অফিস কার্যালয় ডেপুটেশন প্রদান করা হয় ২৯ কৃষ্ণপুর জনজাতি মোর্চার মন্ডলের উদ্যোগে৷ এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপি কৃষ্ণপুর মন্ডল সভাপতি টুটন দেব সহ অন্যান্য নেতৃত্ব৷ এদিন ডেপুটেশন প্রদান কর্মসূচীতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত৷
ভিলেজ কমিটির নির্বাচন করার দাবিতে রাজ্যের অন্যান্য ব্লক গুলির পাশাপাশি তেলিয়ামুড়া ব্লকেও ডেপুটেশন প্রদান করে তিপরা মথা৷ এডিসি ভিলেজ কমিটি নির্বাচন করতে হবে এই দাবিতে সোচ্চার হয়ে গোটা রাজ্যেই বুধবার বিভিন্ন ব্লকে ডেপুটেশন প্রদান করে তিপরা মথা৷ তার সাথে সঙ্গতি রেখে তেলিয়ামুড়া ব্লকেও ডেপুটেশন প্রদান করা হয়৷ ব্লক ডেপুটেশনকে কেন্দ্র করে তেলিয়ামুড়া ব্লক চত্বরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয় পুলিশের তরফ থেকে৷ মোতায়েন করা হয় টি এস আর জোয়ান৷ তেলিয়ামুড়া অম্পি চৌমুহুনী সংলগ্ণ পুরাতন হাসপাতাল এলাকা থেকে দলীয় মিছিল শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে তেলিয়ামুড়া ব্লকে এসে শেষ হয়৷৷ ব্লকের সদর দরজার সামনে পুলিশ আটকে দেয় মিছিলকে৷ এরপর একটি প্রতিনিধি দল তিপ্রা মথা দলের কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অবজারভার গীতা দেববর্মণের নেতৃত্বে ডেপুটেশন প্রদান করে ব্লক আধিকারিক এর কাছে৷ তেলিয়ামুড়া ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস ডেপুটেশন গ্রহণ করেন ৷
2022-10-19