ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর।। সহজ জয় পেলো চালিতাছড়া দল। ৩-০ গোলে পরাজিত করলো সাব্রুম পি এস দলকে। সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতা। মঙ্গলবার ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলেন চালিতাছড়া দলের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও ছিলো অনেকটা এগিয়ে। প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে যায় ২-১ গোলে । চালিতাছড়া দলের পক্ষে সাগর ত্রিপুরা, রাহুল ত্রিপুরা এবং হৃদয় ত্রিপুরা গোল করেন। ম্যাচটি পরিচালনা করেন রাজীব ত্রিপুরা। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে পাবে ২৫ এবং ১৫ হাজার টাকা। এছাড়া থাকবে আকর্ষনীয় পুরস্কার।
2022-10-18